শ্বাসের সঙ্গে আমাদের দেহে কি বিষাক্ত গ্যাস প্রবেশ করে?

প্রশ্ন :

আমরা বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করি। কিন্তু বায়ুমণ্ডলে তো আরও অনেক ধরনের বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাই-অক্সাইড (CO2), কার্বন মনোক্সাইড (CO) ইত্যাদি থাকে। শ্বাস গ্রহণের সময় এগুলোও কি আমাদের দেহে প্রবেশ করে?

বায়ুমণ্ডলে অক্সিজেনের পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইডসহ আরও কিছু গ্যাস থাকে। আমাদের শ্বাস গ্রহণের সময় এসব গ্যাসও ফুসফুসে যায়। কিন্তু সেখানে বিষাক্ত গ্যাস ছেঁকে ফেলার ব্যবস্থা আছে। তবে অন্যান্য গ্যাসের তুলনায় কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস। এটা বেশি পরিমাণে শরীরে গেলে ক্ষতি হয়। কারণ, কার্বন মনোক্সাইড রক্তের লোহিত কণিকার সঙ্গে মিশে যায়। ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে পরিষ্কার বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ খুব কম, প্রায় নেই। কিন্তু কোথাও কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে এই গ্যাস ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কার্বন ডাই-অক্সাইড রক্তে তেমন ক্ষতিকর বিক্রিয়া ঘটায় না। ফুসফুসের বাতাস থেকে অক্সিজেন নিয়ে রক্ত দেহের কোষগুলোয় পৌঁছে দেয় এবং কার্বন ডাই-অক্সাইড নিয়ে ফিরে আসে। নিশ্বাসের সঙ্গে এই কার্বন ডাই-অক্সাইড বাতাসে বেরিয়ে যায়। বাতাসে এখন কার্বনের অনুপাত বাড়ছে। এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকির সৃষ্টি হয়েছে।

রফিকুল ইসলাম, মুন্সিরহাট উচ্চবিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা