প্রশ্ন: নাক ও মুখ কেন একসঙ্গে থাকে?
উম্মে তাসকিন রাইফা, সপ্তম শ্রেণি, ঠিকানাবিহীন
উত্তর: আমাদের গলা, যা দিয়ে খাবার গলাধঃকরণ করি, তার সঙ্গে নাক ও মুখ—দুটিই যুক্ত। নাক–মুখ দুটিই পেছন দিকে গলার সঙ্গে যুক্ত হয়েছে। কারণ, যেকোনো খাবার খেলে নাক দিয়ে গন্ধ পাই ও জিব দিয়ে পাই স্বাদ। মুখ ও জিব দিয়ে সেই খাবার পেছনে গলায় চলে যায় এবং আমরা গলাধঃকরণ করি। নাক–মুখ এ ক্ষেত্রে একসঙ্গে কাজ করে। নয় তো আমরা খাবারের স্বাদ ও গন্ধ একসঙ্গে পেতাম না। ফলে খাবার গ্রহণের মজা হারিয়ে যেত। আবার শ্বাসপ্রশ্বাসেও নাক–মুখ একসঙ্গে কাজ করতে পারে। লক্ষ করলে দেখবে, নাক বন্ধ থাকলে আমরা মুখ দিয়ে বিকল্প পদ্ধতিতে শ্বাস নিতে পারি।
উত্তর দিয়েছেন তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা