হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রত্যক্ষ প্রমাণ আছে?

প্রশ্ন :

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রত্যক্ষ প্রমাণ কি পাওয়া সম্ভব?

জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ ১৯২৭ সালে যে সূত্র প্রকাশ করেন, তা হাইজেনবার্গের সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী, কোনো বস্তুর অবস্থান ও গতি একই সময়ে সুনির্দিষ্টভাবে নিরূপণ করা যায় না। এটা ছিল তাঁর ধারণামাত্র। এই সূত্রের প্রত্যক্ষ প্রমাণ তিনি দিয়ে যাননি বা আজ পর্যন্ত কেউ প্রমাণ দেননি। হয়তো এটা নিয়ে গবেষণা করে প্রমাণ করা সম্ভব। সেটা ভবিষ্যতের বিষয়।

শামস আরেফীন, সপ্তম শ্রেণি, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল