ছোট বাচ্চারা কথা বলতে পারে না কেন

প্রশ্ন : ছোট বাচ্চারা কথা বলতে পারে না কেন?

রুকাইয়া তাসমিন তমা, নবম শ্রেণি, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ

উত্তর : কথা বলার জন্য একদিকে যেমন জিব নাড়ানো দরকার, অন্যদিকে দরকার মস্তিষ্কের স্নায়ুগুলোকে সমন্বিতভাবে কাজ করা। বাচ্চারা হয়তো সহজে জিব নাড়াতে পারে। কিন্তু মস্তিষ্কের বিশেষ নির্দেশনায় স্নায়ুর সমন্বয় ঘটানো বেশ কঠিন। এ জন্য একটি নির্দিষ্ট মাত্রায় বয়স না বাড়লে যখন যা বলা দরকার, সেটা বাচ্চাদের পক্ষে বলা কঠিন।

উত্তর দিয়েছেন আব্দুল কাইয়ুম, সম্পাদক, বিজ্ঞানচিন্তা

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত