কোনো পরমাণুতে ইলেকট্রন না থাকলে কি হবে?

প্রশ্ন :

কোনো পরমাণুতে যদি ইলেকট্রন না থাকে, তাহলে কী হতে পারে?

কোনো পরমাণুতে যদি ইলেকট্রন না থাকে বা কোনো পরমাণু যদি ইলেকট্রন হারায়, তাহলে সেটা আয়নে পরিণত হয়। যেমন হাইড্রোজেন আয়ন বা হিলিয়াম আয়ন।