হার্টের পেসমেকার কীভাবে কাজ করে?

প্রশ্ন :

হার্টের পেসমেকার কীভাবে কাজ করে?

পেস মানে গতি আর মেকার মানে যে তৈরি করে। পেসমেকার আমাদের হার্টের স্পন্দন নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। আমাদের হার্টের স্পন্দন ঠিকমতো চলছে কি না, তা এই যন্ত্র তদারক করে। যদি দেখে হৃৎস্পন্দনের হার কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তখন পেসমেকারের কম্পিউটার হার্টে সংকেত পাঠায় এবং হৃৎস্পন্দন নিয়মিত ছন্দে চালু রাখে।

আব্দুল্লাহ আল সামি, নবম শ্রেণি, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল