বেঁচে থাকার জন্য অক্সিজেন না পানি বেশি গুরুত্বপূর্ণ?

বেঁচে থাকার জন্য অক্সিজেনের গুরুত্ব বেশি। অক্সিজেন ছাড়া মানুষ বা কোনো প্রাণী বাঁচে না। অবশ্য পানিরও দরকার আছে। তবে পানি ছাড়া হয়তো দু–এক সপ্তাহ বেঁচে থাকা যায়, কিন্তু অক্সিজেন ছাড়া পাঁচ–সাত মিনিটের বেশি বেঁচে থাকা প্রায় অসম্ভব।

আব্দুল্লাহ আল সামি, নবম শ্রেণি, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল