মস্তিষ্কে মাইক্রোচিপ ঢুকিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব

প্রশ্ন: মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ ঢুকিয়ে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব?

নীয়ায উদ্দিন, ঠিকানাবিহীন

উত্তর: মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ ঢুকিয়ে বিভিন্ন অসুখের চিকিৎসা বিষয়ে প্রচুর গবেষণা হচ্ছে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস (Brain Computer Interface—BCI) প্রযুক্তির মাধ্যমে মানুষের ব্রেন থেকে সিগন্যাল নিয়ে বিভিন্ন এক্সটারনাল ডিভাইস (যেমন হুইলচেয়ার, প্রসথেটিক আর্ম ইত্যাদি) নিয়ন্ত্রণ করা সম্ভব। যাদের শারীরিক সমস্যা আছে, এই প্রযুক্তি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ ঢুকিয়ে তার আচরণ নিয়ন্ত্রণ করা খুব সংবেদনশীল একটি বিষয়। এ রকম কিছু এখন পর্যন্ত করা হয়েছে বলে জানা যায়নি।

উত্তর দিয়েছেন লাফিফা জামাল, অধ্যাপক, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত