কাটা জায়গায় লবণ দিলে তা জ্বলে কেন

কাটা জায়গায় লবণ দিলে তা জ্বলে কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

তানযিম হাসান, চতুর্থ শ্রেণি, রংপুর জেলা স্কুল, রংপুর

উত্তর: কথায় বলে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’। অর্থ পরিষ্কার। হাতে বা শরীরের কোথাও কেটে গেলে এমনিতেই ব্যথার জ্বালায় অস্থির হই। এর ওপর যদি সেখানে নুন ছিটিয়ে দেওয়া হয়, তাহলে জ্বালাপোড়া আরও বেড়ে যায়। অর্থাৎ কাউকে জ্বালা-যন্ত্রণা দিতে হলে কাটা জায়গায় নুন ছিটিয়ে দাও! এ কথাটার পেছনে বিজ্ঞানটি হলো কাটা স্থানে নুন দিলে সেখানে রক্তের ঘনত্ব বেড়ে যায়। এই পরিবর্তন ব্যথা-বেদনার অনুভূতি গ্রহণের রিসেপ্টরগুলোকে সক্রিয় করে। মস্তিষ্কে সে খবর যায় এবং জ্বালাপোড়ার অনুভূতি তীব্রতর হয়।

উত্তর দিয়েছেন আব্দুল কাইয়ুম, সম্পাদক, বিজ্ঞানচিন্তা

*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তা জুলাই সংখ্যায় প্রকাশিত