স্নায়ুকোষ বিভাজিত না হলে বৃদ্ধি পায় কীভাবে?

প্রশ্ন :

স্নায়ুকোষ বিভাজিত হয় না, তাহলে বৃদ্ধি পায় কীভাবে?

স্নায়ুকোষ স্বাভাবিক বিভাজন প্রক্রিয়ায় বৃদ্ধি পায় না। এদের বৃদ্ধি ঘটে প্রধানত নিউরোজেনেসিস প্রক্রিয়ায়। নিউরনের স্টেমসেল ও প্রোজেনিটার সেল ব্যবহার করে নতুন নিউরন তৈরি হয়। নিয়মিত ব্যায়াম ও কায়িক শ্রম মস্তিষ্কের নিউরন উজ্জীবিত করার পাশাপাশি নতুন সেল সৃষ্টি করে।

মুহম্মাদ তাহসীন আবিদ, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর