মাধ্যাকর্ষণ বল মোমবাতির শিখা টেনে নামায় না কেন?

এটা একটা প্রশ্ন বটে। মাধ্যাকর্ষণ বল তো সবকিছু তার দিকে আকর্ষণ করে। তাহলে মোমবাতির শিখাকেও তো টেনে নিচের দিকে নামিয়ে রাখার কথা। অথচ শিখা ওপরের দিকে যায়। তাহলে কি এখানে মাধ্যাকর্ষণ বল কাজ করে না? এর উত্তরে বলা যায়, মাধ্যাকর্ষণ বল কাজ করে বলেই শিখা ওপরের দিকে যায়। শুনতে একটু বেমানান মনে হয়। কিন্তু ব্যাপারটা হলো, মোমবাতির আগুনের তাপে মোম গলে হালকা বাষ্পে পরিণত হয় এবং উত্তপ্ত হয়ে আরও হালকা হয়ে যায়। তখন চারপাশের বাতাস তুলনামূলক ভারী বলে গরম ও হালকা বাষ্পকে ওপরের দিকে ঠেলে দেয়। মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই ঠান্ডা বাতাস নিচে নেমে এসে গরম বাষ্পকে ওপরের দিকে ঠেলে দেয়। তাই মোমবাতির শিখা ওপরের দিকে ওঠে। মনে হয়, এখানে মাধ্যাকর্ষণ বল কাজ করছে না। যদি কাজ না করত, তাহলে ব্যাপারটা কী রকম দাঁড়াত, সেটা দেখা যাক। এ জন্য আমাদের যেতে হবে মহাশূন্যে। সেখানে বাতাস নেই, আবার সাধারণত আশপাশে খুব বেশি ভরের বস্তু থাকে না। তাই মহাকর্ষ বলের মান শূন্য ধরা যায়। এখন সেখানে যদি একটি মোমবাতি জ্বালাই, তাহলে তার শিখা কিন্তু ওপরের দিকে যাবে না, চারপাশে বৃত্তাকারে ছড়িয়ে পড়বে। মনে হবে আগুনের একটি গোলাকার টেনিস বল জ্বলছে।