মঙ্গল গ্রহে অভিকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল নেই কেন?

প্রশ্ন :

মঙ্গল গ্রহের ভর পৃথিবীর চেয়ে বেশি, তাহলে সেখানে অভিকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল থাকার কথা, কিন্তু নেই কেন?

যুক্তি ঠিক, কিন্তু প্রশ্নটি ভুল। যে বস্তুর ভর বেশি, তার অভিকর্ষ বলও বেশি হবে। কিন্তু মঙ্গল গ্রহের ভর যে পৃথিবীর চেয়ে বেশি, সেটা কি নিশ্চিত? আজকাল তো গুগল সার্চে গেলেই সবকিছু জানা যায়। চলুন যাই গুগলে। গুগল বলছে, মঙ্গল গ্রহের ভর হলো ৬.৪২ × ১০২৩ কিলোগ্রাম, যা পৃথিবীর ভরের এক-দশমাংশেরও কম। স্যার আইজ্যাক নিউটনের অভিকর্ষ বলের সূত্র অনুযায়ী যেসব বস্তুর ভর আছে, তারা একে অপরকে আকর্ষণ করে। বস্তুর ভেতর পদার্থের পরিমাণই হলো ভর। ভর বেশি থাকলে তার আকর্ষণশক্তি বেশি। যেহেতু পৃথিবীর ভর মঙ্গলের চেয়ে বেশি, তাই এর অভিকর্ষ বলও বেশি। মঙ্গলের অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের মাত্র ৩৮ শতাংশ। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন যদি ১০০ কেজি হয়, তাহলে মঙ্গলের পৃষ্ঠে হবে ৩৮ কেজি। সুতরাং বলা যায়, নিউটনের সূত্র অনুযায়ীই মঙ্গলের ভর পৃথিবীর ভরের কম বলে মঙ্গলের অভিকর্ষ বল কম; বেশি হওয়ার তো প্রশ্নই ওঠে না।

প্রশ্ন করেছেন হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানভীর সারওয়ার