টি-রেক্স কি সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর

প্রশ্ন: টি-রেক্স কি সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর?

মাসুম আহমেদ, ঠিকানাবিহীন

উত্তর: ডাইনোসর কথাটা শুনলেই চোখের সামনে যে ছবি ভাসে, সেটা টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স ডাইনোসরের। কারণটাও সহজ। মুভি, ডকুমেন্টারি বা ছবিতে এই ভয়ংকরদর্শন ডাইনোসরকেই দেখি। মাথা থেকে লেজ পর্যন্ত এর দৈর্ঘ্য ছিল প্রায় ৪০ ফুট। ওজন ৭-৯ টন। মাংসাশী ডাইনোসরগুলোর মধ্যে এটি বেশ ভয়ংকর ছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু ডাইনোসরের যত প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন, তাতে টি-রেক্সকে সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর বলার সুযোগ নেই। অন্তত দুটি মাংসাশী ডাইনোসর প্রমাণ পাওয়া গেছে, যেগুলো টি-রেক্সের চেয়ে বড় ছিল। একটি দক্ষিণ আমেরিকার গিগানোটোসরাস। ওজন ছিল প্রায় ৯ টনের বেশি। অন্যটি উত্তর আফ্রিকান স্পিনোসরাস। পূর্ণবয়স্ক অবস্থায় এর ওজন হতো প্রায় ১০ টন।

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত