জুলাই মাসে কেন এত গরম

প্রশ্ন শুনলে সবাই খুব অবাক হবেন। আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে গরমকালে গরম হবে না তো কী হবে? প্রশ্নযোগ্য ব্যাপার বটে। শুধু জুলাই কেন, মে থেকেই তো গরম শুরু হয়ে যায়। এটা স্বাভাবিক; কিন্তু প্রশ্ন ওঠে—যখন দেখি, এই জুলাই মাসেই পৃথিবী থেকে সূর্য সবচেয়ে দূরে অবস্থান করে। জানুয়ারিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের চেয়ে জুলাই মাসে সূর্যের দূরত্ব প্রায় ৩০ লাখ মাইল বেশি। সূর্য দূরে থাকলে তো সূর্যের তাপ কম পাওয়ার কথা। তাহলে বেশি ঠান্ডা না হয়ে কেন সবচেয়ে বেশি গরম এ সময়ে? এবার নড়েচড়ে বসতে হয়। কারণ, আমরা সাধারণত এ হিসাবটা ধরি না। অবশ্য না ধরাটাই স্বাভাবিক। সূর্য দূরে থাকলেও মনে রাখতে হবে, পৃথিবীর শীত-গরম কিন্তু সূর্যের দূরত্বের কারণে হয় না। এর প্রধান কারণ হলো পৃথিবীর কোনো নির্দিষ্ট অংশে সূর্যরশ্মি সরাসরি খাড়াভাবে পড়ছে, নাকি বাঁকাভাবে, তার ওপর। পৃথিবী উল্লম্ব অবস্থান থেকে ২৩ ডিগ্রি কোণে কাত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে বলে এ রকম হয়। গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি মুখোমুখি অবস্থান করে। আবার শীতকালে উত্তর গোলার্ধ সূর্য থেকে বেশি দূরে মুখ ঘুরিয়ে নেয়। ফলে জানুয়ারির দিকে বেশি ঠান্ডা পড়ে। আমাদের দেশ উত্তর গোলার্ধে। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে। বলা যায়, আমাদের মাথার ওপর। এ অবস্থায় সূর্যের আলো সরাসরি—অনেকটা খাড়াভাবে পড়ে। সূর্যরশ্মিকে বায়ুমণ্ডলের অপেক্ষাকৃত কম ঘনত্বের অংশ বেশি ও বেশি ঘনত্বের অংশ কম অতিক্রম করতে হয়। ফলে সূর্য দূরে থাকলেও আমাদের দেশে গ্রীষ্মকালে সূর্যের তাপ বেশি তীব্র হয়। তাই গরমও বেশি হয়। সঠিক হিসাব অনুযায়ী ২৩ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি গরম পড়ার কথা; কিন্তু সমুদ্রস্রোতের তাপমাত্রার তারতম্যের কারণে অনেক সময় কোনো কোনো দেশে, যেমন ইউরোপের কিছু দেশে জুলাই মাসে বেশি গরম পড়ে।

*লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তার জুলাই সংখ্যায় প্রকাশ।

আরও পড়ুন