প্রশ্ন :
সূর্যের আলোর দিকে টানা অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কোনো বস্তুর দিকে তাকালে তা স্পষ্টরূপে দেখা যায় না কেন?
প্রথমেই বলি, সাবধান, কেউ সরাসরি সূর্যের দিকে খালি চোখে তাকাবে না। তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে। তখন আর কোনো বস্তুই পরিষ্কার দেখা যাবে না। কারণ, সূর্য থেকে বিচ্ছুরিত বিভিন্ন ক্ষতিকর রশ্মি চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়। এমনকি সূর্যগ্রহণের সময় সব সূর্যগোলক ঢেকে গেলেও খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চোখ নষ্ট হয়। কারণ, সূর্য ঢেকে গেলেও এর চারপাশ দিয়ে কিছু অতিবেগুনি রশ্মি ছড়িয়ে পড়ে। এটা আলোকোজ্জ্বল না, কিন্তু সরাসরি চোখের ভেতর ঢুকলে ক্ষতি হয়। সে জন্যই সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিশেষ ধরনের কালো কাচের চশমা বা অন্যান্য প্রতিরোধক ব্যবস্থা ব্যবহার করতে হয়।
এখন নিশ্চয়ই বুঝতে পারছ, কেন সরাসরি সূর্যের দিকে তাকিয়ে থাকলে এরপর অন্য কিছু পরিষ্কার দেখা যায় না। আসলে অনেকক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকা প্রায় অসম্ভব। যদি কেউ অনেকক্ষণ তাকায়, তাহলে তার চোখ নষ্ট হবে এবং এরপর কোনো কিছু স্পষ্টভাবে দেখা সম্ভব না। তবে প্রকৃতপক্ষে কেউ যদি সূর্যের দিকে সরাসরি তাকিয়ে থাকার চেষ্টা করে, তাহলে চোখের পাতাগুলো নিজেই বন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং চোখ ফিরিয়ে নেবে। এর ফলে চোখ কিছুটা রক্ষা পাবে। চোখের স্নায়ুগুলো খুব সংবেদনশীল। প্রখর সূর্যের আলোর প্রভাবে চোখের পাতা নিজেই বন্ধ হয়ে যায়।
তবে আবার বলি, কেউ পরীক্ষা করার জন্য সূর্যের দিকে সরাসরি তাকাবে না। সূর্য পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা আছে। বিজ্ঞান জাদুঘরে বা বিভিন্ন বিজ্ঞান ক্লাবে বিভিন্ন সময় উপযুক্ত দুরবিন দিয়ে সূর্য পর্যবেক্ষণের আয়োজন করা হয়। সূর্য পর্যবেক্ষণের জন্য এসব আয়োজনে অংশগ্রহণ করা যায়।
শায়লা তাসনীম সিদ্দিকা, এসএসসি পরীক্ষার্থী, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর