ফোকাস করলে শ্বাস আটকে যাচ্ছে মনে হয় কেন

ছবি: এআই দিয়ে বানানো

প্রশ্ন: দিন–রাত ২৪ ঘণ্টা আমাদের শ্বাসপ্রশ্বাস চলে। হাঁটছি, চলছি। কিন্তু যখন শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে ফোকাস করা হয়, তখন কেন মনে হয় আমার শ্বাস আটকে যাচ্ছে?

নোশিন তাবাসসুম তানহা, নবম শ্রেণি, ঠিকানাবিহীন

উত্তর: এর কারণ অ্যাংজাইটি বা উদ্বেগ। শ্বাসপ্রশ্বাস একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা, যা ২৪ ঘণ্টাই ক্রমাগত চলছে। আমরা তা লক্ষ করি না। কিন্তু যদি কোনো কারণে আমরা স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ে বাড়তি সচেতন হয়ে উঠি, তখনই উদ্বেগ তৈরি হয়। এই অতি উদ্বেগের কারণে শ্বাসপ্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট বেড়ে যায়। তখন আরও উদ্বেগ সৃষ্টি হয়। এটি একটি ভয়ংকর সাইকেল বা চক্রে পরিণত হয়।

উত্তর দিয়েছেন তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত