প্রশ্ন: শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় কেন?
তোমার প্রশ্নগুলো খুব সুন্দর। আমরা যখন ভয় পাই বা উত্তেজনায় থাকি অথবা শীত লাগে, তখন শরীরের লোমগুলো (লোমকূপ নয়) দাঁড়িয়ে যায়। গায়ের লোমের গোড়ায় খুব সূক্ষ্ম পেশিতন্তু থাকে। বাইরের ঠান্ডা বাতাস বা মনের আবেগ-উত্তেজনায় পেশিতন্তুগুলো সংকুচিত হয়। ফলে লোমগুলো দাঁড়িয়ে যায়।
প্রশ্ন করেছেন কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুসাইবা মাহপারা
*লেখাটি ২০১৭ সালে বিজ্ঞানচিন্তার এপ্রিল সংখ্যায় প্রকাশিত
