ব্ল্যাকহোলে কি সময়ের অস্তিত্ব আছে

প্রশ্ন: ব্ল্যাকহোলে কি সময়ের অস্তিত্ব আছে?

মুনতাসির তাহমিদ আরিয়ান, অষ্টম শ্রেণি

উত্তর: ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর স্থানকালের এমন এক অংশ, যেখানে স্থান ও কাল—দুটিই দুমড়েমুচড়ে যায়। ঘটনাদিগন্ত বা ইভেন্ট হরাইজনের ভেতর কী ঘটে, সেটা আমাদের জানা কোনো তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। ফলে ঘটনাদিগন্তের ভেতরে স্থান বা কালের পৃথক অস্তিত্বের বিষয়ে আমাদের সন্দেহ রয়েই যাচ্ছে। হতে পারে, সেখানে হায়ার ডাইমেনশন বা অন্যান্য উচ্চমাত্রার অস্তিত্ব রয়েছে। তাই বর্তমানে জানা জ্ঞান দিয়ে আমরা বলতে পারছি না, ব্ল্যাকহোলের ভেতরে স্থান ও কাল কীরূপে থাকবে। এ সম্পর্কে আরও জানতে অভীক রায়ের বই কৃষ্ণবিবর (প্রকৃতি-পরিচয়) কিংবা স্টিফেন হকিংয়ের বই পড়ে দেখা যেতে পারে।

উত্তর দিয়েছেন ফারসীম মান্নান মোহাম্মদী, পরিচালক, ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত