মহাশূন্যে কি মোবাইল ফোন চলে?

মোবাইল ফোন এখন সর্বব্যাপী। কিন্তু মহাশূন্যে অচল। কেন? সেটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে মোবাইল ফোন কীভাবে কাজ করে। আমরা দেখেছি ঢাকা বা অন্যান্য শহরে বিভিন্ন উঁচু ভবনের ছাদে মোবাইল ফোন সেল টাওয়ার রয়েছে। এরা মুঠোফোনের সংকেত গ্রহণ করে ও চারপাশে ছড়িয়ে দেয়। যার নম্বরে ফোন করা হয়, তিনি যদি ওই এলাকায় না থাকেন, তাহলে সেই সংকেত অন্যান্য সেল টাওয়ারে যায়। মোবাইল ফোনের সংকেত গ্রহণ ও প্রেরণের জন্য এভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকা কয়েকটি সেলে ভাগ করে দেওয়া হয়। কথা বা তথ্যের সংকেত এক সেল থেকে অন্য সেলে যায়। এ জন্যই মোবাইল ফোনের আনুষ্ঠানিক নাম সেলফোন। মহাকাশচারীদের পক্ষে কোনো স্পেসস্টেশন থেকে পৃথিবীর সেল টাওয়ারের সঙ্গে সংযোগ রেখে কথা বলা সম্ভব নয়। তাই মহাশূন্যে মোবাইল ফোন চলে না। তবে নাসা তাদের ফোনস্যাট প্রোগ্রামের আওতায় ২০১৩ সালে মহাশূন্যে স্যাটেলাইট ফোন চালু করেছে। কিন্তু এই ফোন শুধু স্যাটেলাইটের ভেতরেই সীমাবদ্ধ। এর বাইরে ভূপৃষ্ঠের সেল টাওয়ারের সঙ্গে সংযোগ সাধন করে কাজ চালাতে পারে না।