খুব সুন্দর প্রশ্ন। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। এ সময় আমাদের চোখের মণি খুব বেশি নড়াচড়া করে। একে বলে রেম স্লিপ (র্যাপিড আই মুভমেন্ট স্লিপ)। বিজ্ঞানীরা বলেন, এই রেম স্লিপের সঙ্গে স্বপ্ন দেখার একটি সম্পর্ক আছে। এ সময় মস্তিষ্ক বেশ সক্রিয় হয়ে ওঠে। সারা দিনে যত কাজ আমরা করি, মস্তিষ্ক এই সময় সেই কাজগুলো গুরুত্ব অনুযায়ী বাছাই করে। এরপর প্রয়োজনীয় তথ্যগুলো মস্তিষ্কের সুনির্দিষ্ট কোষে সাজিয়ে রাখে। যেসব তথ্য বা কাজকর্মের স্মৃতি সংরক্ষণের দরকার নেই, ওই সব ঘটনা বাতিল করে। ফলে মস্তিষ্কের দক্ষতা বাড়ে। তাই স্বপ্ন দেখা খুব গুরুত্বপূর্ণ। স্বপ্ন না দেখলে মস্তিষ্ক তার গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারে না। এ জন্য প্রত্যেক মানুষের ৭–৮ ঘণ্টা রাতে টানা ঘুম দরকার। তাহলে ঘুমের ফাঁকে ফাঁকে স্বপ্ন দেখার সময় মস্তিষ্ক তার স্মৃতিভান্ডারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজিয়ে রাখতে পারে।
প্রশ্নটি করেছেন সাতক্ষীরার ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মাদ আরিফ হাসান