মাথায় ময়লা থেকে কীভাবে উকুন জন্মায়

প্রশ্ন: মাথায় ময়লা থেকে কীভাবে উকুন জন্মায়?

উত্তর: উকুনের ব্যাপারটা হলো, যারা বেশি দুষ্টুমি করে, তাদের মাথায় বাসা বাঁধতে এরা ভালোবাসে। কারণ, বাচ্চারাই বেশি দুষ্টুমি করে তো, ওরা উকুনের কামড়কে কেয়ারই করে না, আর সেদিকে সময় দেওয়ার ধৈর্যও ওদের থাকে না। তাই না?

কী, বিশ্বাস হলো না? আচ্ছা এবার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বলি। আসলে ময়লা থেকে মাথায় খুশকি হয়, সেখানে উকুনের থাকার বরং অসুবিধাই হয়। কারণ, ওরা তো মাথার চামড়া থেকে রক্ত শুষে নেয়। ময়লা সেখানে বাধা। তাই পরিষ্কার মাথাই উকুনের পছন্দ। এ তো গেল থাকার সুবিধা-অসুবিধা। কিন্তু জন্ম নেওয়া ব্যাপারটা আলাদা। উকুন আসলে মাথার ময়লায় জন্মায় না। একজনের মাথা থেকে আরেক জনের মাথায় যায়। খেলাধুলার সময় বাচ্চাদের একজনের মাথার চুল অন্য জনের চুলের সংস্পর্শে আসে। রাতে ঘুমের সময় একজনের মাথার চুল অন্যজনের মাথার চুলের কাছাকাছি থাকে। তখন উকুন একজনের মাথা থেকে অন্য জনের মাথায় যায়। কারও মাথায় উকুন থাকলে তার ব্যবহূত চিরুনি থেকেও আরেক জনের মাথায় উকুন যায়।

উত্তর দিয়েছেন কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুসাইবা মাহপারা