শুক্র গ্রহ অন্য সব গ্রহ থেকে বিপরীতে ঘোরে কেন

শুক্র গ্রহছবি: সংগৃহীত

প্রশ্ন: শুক্র গ্রহ কেন অন্য সব গ্রহ থেকে বিপরীতে ঘোরে?

জাবেরুল আলম সিয়াম, সপ্তম শ্রেণি, চিটাগাং আইডিয়াল হাইস্কুল

উত্তর: সৌরজগতের বেশির ভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। শুক্র আর ইউরেনাস হলো ব্যতিক্রম। এ দুটি গ্রহ নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। শুক্র গ্রহ কেন অন্য গ্রহগুলোর বিপরীত দিকে ঘোরে, সে ব্যাপারে বিজ্ঞানীরা এখনো একমত হতে পারেননি। ভিন্ন ভিন্ন তিনটি ধারণা বিজ্ঞানীরা দিয়েছেন। বিজ্ঞানীরা মনে করেন, শুক্র গ্রহ উদ্ভব হওয়ার পর অন্য গ্রহের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে শুরু করেছিল। কিন্তু কোনো এক অজানা কারণে হঠাৎ গ্রহটি ১৮০ ডিগ্রি কোণে উল্টে গিয়ে ওপরের দিক নিচে আর নিচের দিক ওপরে উঠে যায়। ফলে ঘূর্ণনের দিক হয়ে যায় উল্টো। অনেক বিজ্ঞানী মনে করেন, শুক্র গ্রহের অভ্যন্তরীণ ভৌগোলিক কারণে কিংবা বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপে এই উল্টে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। আবার অনেকে মনে করেন, বড় ধরনের কোনো গ্রহাণুর আঘাতে শুক্র গ্রহ উল্টে গিয়েছিল।

উত্তর দিয়েছেন: প্রদীপ দেব, শিক্ষক ও গবেষক, আরএমআইটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত