মানুষের বংশগত রোগ কি ক্রোমোজোম বহন করে?

প্রশ্ন :

আমরা জানি, ক্রোমোজোম হচ্ছে বংশগতির বাহক। কিছু মানুষের মধ্যে বংশগত রোগ দেখা যায়, তাদের এই বংশগত রোগ কি ক্রোমোজোম বহন করে?

বংশগত রোগ বিভিন্নভাবে হতে পারে। ক্রোমোজোমের অসংগতির কারণে যেমন হতে পারে, আবার ক্রোমোজোমের ভেতরে জিনগত ধরন পরিবর্তনের (মিউটেশন) কারণেও হতে পারে। দেহকোষের মধ্যে ডিএনএর লম্বা তন্তুর কাঠামোই হলো ক্রোমোজোম। এক বা একাধিক জিনে কোনো গুরুতর মিউটেশনের ফলে যদি বাবা অথবা মা কোনো রোগে আক্রান্ত হন, তাহলে তাঁদের পরবর্তী প্রজন্মের সন্তানদের মধ্যে সেই রোগ সঞ্চারিত হতে পারে। তবে সব রোগ বংশগতি হিসেবে পরিবাহিত হয় না। কিছু রোগ যেতে পারে। আবার বংশগত রোগ এক বা দুই প্রজন্ম পরপরও সঞ্চারিত হতে পারে। যেমন বাবা অথবা মা যদি ডায়াবেটিস বা হৃদ্‌রোগে আক্রান্ত হন, তাহলে যে তাঁদের সন্তানদেরও ওই ধরনের রোগ হবে, তা নিশ্চিত করে বলা যায় না। হয়তো পরবর্তী কোনো প্রজন্মের কোনো সন্তানে সেই রোগ যেতে পারে।