সৌরজগতের কয়টি গ্রহে গেছে মানবসৃষ্ট নভোযান

প্রায় ৬০ বছর আগে মহাকাশ অনুসন্ধান শুরু করে মানুষ। ইতিমধ্যেই সৌরজগতের সব কটি গ্রহে ঢুঁ মেরেছে মানুষের বানানো মহাকাশযান। প্লুটো ও সেরেস নামের দুটি বামন গ্রহেও নভোযান পাঠিয়েছি আমরা। এতে বড় অবদান নাসার ভয়েজার ১ ও ২-এর। প্রায় চার দশক আগে যাত্রা করে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন ঘুরে এই যান দুটি পেরিয়ে গেছে সৌরজগতের সীমা।

*লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তার এপ্রিল সংখ্যায় প্রকাশিত