শূন্য কেলভিন তাপমাত্রায় কেন পৌঁছানো যায় না

প্রশ্ন: শূন্য কেলভিন তাপমাত্রায় আমরা কেন পৌঁছাতে পারি না? তানভীর রহমান, শিক্ষার্থী, হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তর: হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, কোনো কণার অবস্থান এবং ভরবেগ কখনো একসঙ্গে নিখুঁতভাবে জানা সম্ভব নয়। অবস্থান নিখুঁতভাবে পরিমাপ করতে গেলে ভরবেগের মানে ভুলের পরিমাণ বাড়বে। আর ভরবেগ নিখুঁতভাবে পরিমাপ করতে গেলে ঘটবে ঠিক উল্টোটা। অর্থাৎ অনিশ্চিত হয়ে পড়বে অবস্থান। ১৯২৭ সালে জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের আবিষ্কৃত প্রকৃতির এই মৌলিক নিয়মের মধ্যেই লুকিয়ে আছে শূন্য কেলভিন তাপমাত্রায় পৌঁছাতে না পারার উত্তর। কোনো কণাকে যদি সত্যিই শূন্য কেলভিন বা পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে আমরা সেটির অবস্থান ও ভরবেগ দুটোই নিখুঁতভাবে জেনে ফেলতে পারতাম। কারণ, তাত্ত্বিকভাবে এই তাপমাত্রায় যেকোনো কণার গতিশক্তির মান হওয়ার কথা শূন্য (জিরো পয়েন্ট এনার্জির কথা আপাতত হিসাবের বাইরে রাখি)। এটা হতো হাইজেনবার্গের নীতির সরাসরি লঙ্ঘন। এ কারণেই আমরা কখনো শূন্য কেলভিন তাপমাত্রায় পৌঁছাতে পারব না। উত্তর দিয়েছেন ইশতিয়াক হোসেন চৌধুরী, সহকারী ব্যবস্থাপক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, রুপপুর, পাবনা

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত