বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

  • নোবেল ২০২২
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • জীববিজ্ঞান
  • কার্যকারণ
  • বিজ্ঞান কল্পগল্প
  • কমিকস
  • বিজ্ঞানরম্য
  • সাক্ষাৎকার
কার্যকারণ

পাঠকের প্রশ্ন

আগুন আসলে কী? পদার্থ না শক্তি?

আব্দুল কাইয়ুম
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০১

আগুনের দুটি অংশ। একটি তার শিখা, আরেকটি সেই শিখা থেকে সৃষ্ট আলো ও তাপ। তাই আগুন পদার্থ না শক্তি সেটা এককথায় বলা যাবে না।এর দুই অংশ দুভাবে উল্লেখ করতে হবে। আমরা জানি আগুনের শিখা বিভিন্ন গ্যাসের সমন্বিত রূপ। রাসায়নিক বিক্রিয়ার একটি নির্দিষ্ট পর্যায়ে, নির্দিষ্ট তাপমাত্রায় আগুন জ্বলে ওঠে। এর শিখায় আছে অক্সিজেন, কার্বন ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, পানির বাষ্প প্রভৃতি। এটা কিছু স্থান দখল করে থাকে। যেহেতু আগুন কিছু বস্তুর সমন্বয়ে গঠিত এবং এটা নির্দিষ্ট কিছু স্থানজুড়ে অবস্থান করে, তাই সংজ্ঞা অনুযায়ী আগুনের শিখাকে বস্তু বলা যায়। কিন্তু এই শিখা থেকে যে আলো ও তাপ সৃষ্টি হয়, সেটা বস্তু নয়, শক্তি।

মো. নাজমুল আহসান, নবম শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

কার্যকারণ থেকে আরও পড়ুন
  • কার্যকারণ বিজ্ঞানচিন্তা
মন্তব্য করুন