ঘড়িতে ব্যবহৃত রেডিয়াম কি ক্ষতিকর?

প্রশ্ন :

ঘড়ি, বিভিন্ন শোপিসে যে রেডিয়াম ব্যবহার করা হয়, তা কি ক্ষতিকর?

রেডিয়াম একধরনের রেডিও অ্যাকটিভ পদার্থ। রেডিয়াম থেকে আলফা, বেটা ও গামা রশ্মির বিচ্ছুরণ ঘটে। এই রশ্মিই জ্বলজ্বল করে এবং ঘড়ি বা বিভিন্ন শোপিসে অন্ধকারেও দেখা যায়। রেডিয়াম রশ্মি আমাদের দেহের জন্য খুব ক্ষতিকর। কারণ, এই রশ্মি শরীরের ত্বক ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং দেহকোষের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে। আজকাল ঘড়ি বা অন্যান্য শোপিসে আর রেডিয়াম ব্যবহার করা হয় না। এর পরিবর্তে ফসফরোসেন্ট বা ট্রাইটিয়ামভিত্তিক আলোর উৎস ব্যবহার করা হয়।

শায়লা আকতার, ঠিকানাবিহীন