Google এত তাড়াতাড়ি তথ্য খুঁজে বের করে কীভাবে?

গুগল একটি সার্চ ইঞ্জিন। আমরা কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে গুগল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভারে সঞ্চিত তথ্য অনুসন্ধান করে। দ্রুত অনুসন্ধানের জন্য বিশেষ প্রোগ্রাম ব্যবহার করার ব্যবস্থা গুগলের রয়েছে। ফাইবার কেবলের মাধ্যমে খুব দ্রুত বিশ্বের বিভিন্ন স্থানে রক্ষিত সার্ভারের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক ব্যবহার করে গুগল কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করে আমাদের জানায়। গুগল প্রতিনিয়তই তার তথ্যভান্ডার সমৃদ্ধ করতে থাকে। ওয়েবের কোথায় কী আছে, গুগল সেটা ভালোভাবেই জানে।