ফুটবল কেন এত জনপ্রিয়

সব খেলাই জনপ্রিয়, তবে ফুটবলের একটু বেশি সুবিধা। মাত্র ৯০ মিনিটের খেলা। এর মধ্যেই হার-জিত।কম সময়ে প্রবল উত্তেজনা সবাইকে আবিষ্ট করে রাখে। হকি খেলাও কম সময়ের, কিন্তু ফুটবলের আছে নানা বৈচিত্র্য। আপনি হেড করে, পায়ের সামনে-পেছনে, ডানে-বাঁয়ে, পিঠে, হাঁটুতে, মাঠে হঠাৎ শুয়ে-পড়ে ব্যাক শট, কত ভাবেই না খেলতে পারেন।প্রতি মুহূর্তে আপনার প্রিয় খেলোয়াড় নতুন কিছু কারুকার্য দেখাতে পারেন।এত বৈচিত্র্য অন্য খেলায় প্রায় নেই। সেজন্যই টেনিস, বাস্কেটবল, পিংপং প্রভৃতি খেলার তুলনায় ফুটবলের স্টেডিয়াম অনেক বড়। ক্রিকেট খেলাও কম জন প্রিয় নয়। তবে অনেক বেশি সময় নেয়। ফুটবলের মজা হলো মাত্র দেড় ঘণ্টায় এসপার-ওসপার হয়ে গেল। আরেকটি বড় ব্যাপার হলো, খেলার নিয়ম কানুন খুব সহজ। সাজসরঞ্জামও খুব ব্যয়বহুল নয়।যেমন গ্রামেগ্রামে একটা মাঠে এমনকি জাম্বুরাদিয়েও খেলাচলে। বৃষ্টিবাদলেও খেলা যায়। আর কী চাই।