যাত্রীবাহী বিমান কেন সাদা রঙের?

সূর্যের বিকিরণ থেকে রক্ষা পেতেই এমনটা করা হয়। যাত্রী ওঠানো ও নামানোর সময় বিমানের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্যই এই রং। ধবধবে সাদা রং সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে। এ ছাড়া এই রং অতিবেগুনি রশ্মি থেকে বিমানের যন্ত্রাংশকে রক্ষা করে। বিমান তৈরিতে ব্যবহার করা বিভিন্ন সংকর ধাতু অনেক বেশি উচ্চতায় অতিবেগুনি রশ্মি বিমানের ক্ষতি করতে পারে। সাদা রং অতিবেগুনি রশ্মিকেও প্রতিফলিত করে।