এর উত্তর কিন্তু খুব সহজ, যা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব। যেমন শ্বাস গ্রহণের সময় বাতাসের ধুলাবালু নাকে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে হাঁচি। কারণ নাকের ঝিল্লিগুলো টের পায় যে ক্ষতিকর কিছু ফুসফুসে যাওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে খবরটা মস্তিষ্কে যায়। আর তখন স্বয়ংক্রিয়ভাবে জোর হাঁচি আসে। যেন ধুলাবালু বের করে দেওয়া যায়। আবার রান্নাঘরে ঝাঁজালো কিছু রান্না হচ্ছে। তখনো একই ব্যাপার। নাক দেখছে মহাবিপদ। এত ঝাঁজ তো ফুসফুস সইবে না। ওমনি হাঁচি। একটা মজার ব্যাপার হলো, হাঁচির পর একটু আরাম লাগে। এর কারণ হলো, হাঁচির সঙ্গে এনড্রোফিন নামক একধরনের হরমোন নিঃসৃত হয়। এটা একটু স্বস্তি দেয়।
মো. পি এম প্রিন্স, তারাবুনিয়া, দৌলতপুর, কুষ্টিয়া