মাথায় উকুন কীভাবে জন্ম নেয়?

প্রশ্ন :

মাথায় উকুন কীভাবে জন্ম নেয়?

মাথার চুলে উকুন থাকে। চুলেই ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বেরোয়। ডিমগুলো চুলের গোড়া থেকে সামান্য ওপরে চুলের সঙ্গে লেগে থাকে। মা উকুন একধরনের আঠালো পদার্থের নিঃসরণ ঘটায়। সেটাই উকুনের ডিমকে চুলে আটকে রাখে। সাধারণত মাথার ত্বকের উষ্ণতাই ডিম ফোটাতে সাহায্য করে। প্রায় এক সপ্তাহ সময় লাগে। ডিম থেকে জন্ম নেওয়া বাচ্চাদের আমরা সাধারণত ‘নিক’ বা ‘লিক’ বলি। এরাও কুটুস কুটুস করে কামড়ায়। কারণ, এরা রক্ত খেয়ে বাঁচে। উকুন চুলের গোড়ায় ত্বকে সারা দিন কামড়ায় ও রক্ত খায়। এরপর একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যায়। সাধারণত বাচ্চারা স্কুলে ক্লাসে পাশাপাশি বসে পড়ে বা অবসরে খেলে। তখন একজনের মাথা থেকে আরেকজনের মাথায় উকুন যায়। সাধারণত চিকন একধরনের বিশেষ চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনিতে উকুন আটকা পড়ে। এভাবে কিছু উকুন দূর করা হয়। আরও অনেক ধরনের পদ্ধতি রয়েছে।

জয় সাহা, পঞ্চম শ্রেণি, চাইল্ড ফেয়ার একাডেমি, সাভার, ঢাকা