ইনফ্রারেড থার্মোমিটার কীভাবে জ্বর মাপে

করোনাকালে আমরা সবাই এখন জানি যে শরীরের তাপমাত্রা মাপার জন্য কাচের থার্মোমিটার না হলেও চলে। একটি ছোট ইলেকট্রনিক যন্ত্র কপালের সামনে ধরলে কয়েক সেকেন্ডের মধ্যে সেই যন্ত্রের পর্দায় ত্বকের তাপমাত্রা দেখা যায়। এটিই ইনফ্রারেড থার্মোমিটার। এই ইলেকট্রনিক যন্ত্র ইনফ্রারেড রশ্মি সেন্সর ব্যবহার করে কপালের ধমনিতে প্রবাহিত রক্তের তাপমাত্রা দেখায়। অফিস বা অনুষ্ঠানস্থল যেখানেই জনসমাগম বেশি, সেখানে এই বিশেষ থার্মোমিটার ব্যবহার করা হয়। করোনার জন্য সতর্কতার একটি বিশেষ ব্যবস্থা হিসেবে এটা এখন সব দেশে প্রচলিত। যদি জ্বর থাকে, তাহলে অনুষ্ঠানস্থল বা কর্মক্ষেত্রে তাঁর যাওয়া ঠিক হবে না বলে পরামর্শ দেওয়া হয়। তখন করোনা টেস্ট পজিটিভ কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। কারণ, করোনার একটি প্রধান উপসর্গ জ্বর, সেই সঙ্গে কাশি, শরীরব্যথা, খাওয়ায় অরুচি প্রভৃতি তো আছেই। সমস্যা হলো জ্বর মাপার জন্য কতটা সময় দেওয়া যায়। এটা গুরুত্বপূর্ণ। দেরি করা তো যাবে না। এখানে তাই কাচের প্রথাগত থার্মোমিটার চলবে না। মুহূর্তের মধ্যে পরীক্ষা করে ফলাফল জানতে হবে। ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবহার এখানে সবচেয়ে কার্যকর। আজকাল কপালের তাপমাত্রা ছাড়াও একটি স্ট্যান্ডে ইনফ্রারেড থার্মোমিটার লাগিয়ে রাখা হয়। এর লেন্সের সামনে হাতের তালু ধরলেও তাপমাত্রা জানা যায়। কপালের মাঝামাঝি অংশ বা হাতের তালু ইনফ্রারেড থার্মোমিটারের লেন্স থেকে কয়েক ইঞ্চি দূরে রাখতে হয়। এ ব্যবস্থায় সাধারণত মুখের ভেতরের তাপমাত্রার চেয়ে প্রায় ১ ডিগ্রি ফারেনহাইট বা ০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য হতে পারে। কারণ, বাইরের পরিবেশের প্রভাবে ত্বকের ও শরীরের ভেতরের প্রকৃত তাপমাত্রা কমবেশি হওয়া স্বাভাবিক। ইনফ্রারেড থার্মোমিটারে সাধারণত ৯৬ থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।