এনট্রপি কী?

প্রশ্ন :

এনট্রপি কী?

এ প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের প্রথমে তাপ কী, তা বুঝতে হবে। তাপ একটি গ্যাসের মাঝে গতিশক্তির একধরনের প্রকাশ হলেও তা একটি ঢিলের গতিশক্তি থেকে ভিন্ন। কারণ, গ্যাসের তাপমাত্রা থাকলেও একটি ঢিলের কোনো তাপমাত্রা নিয়ে আমরা চিন্তা করি না বা ধর্তব্যের ভেতর আনি না। সংখ্যার বিচারে ঢিলের মাঝে থাকা অণুর সংখ্যা গ্যাসের অণুর সংখ্যার কাছাকাছি। কিন্তু গতিশীল ঢিলের প্রতিটি কণার বেগ প্রায় একই দিকে, যেখানে গ্যাসের অণুগুলো বিভিন্ন দিকে বিভিন্ন বেগে বিক্ষিপ্ত। তাই আমরা বলি গ্যাসের কণাগুলো ঢিলটির কণাগুলোর তুলনায় বেশি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এই বিশৃঙ্খলতাকে মাপার জন্য এনট্রপি নামের রাশিটি ব্যবহার করা হয়। এটার গাণিতিক প্রকাশ লেখা সহজ কিন্তু তার ব্যাখ্যা দেওয়া তার তুলনায় জটিল। তবে এটা বোঝা যায় যে আমাদের জীবনে বিশৃঙ্খলতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়, মানে এনট্রপি বাড়ছে।