চলন্ত সাইকেল পড়ে যায় না কেন?

বিজ্ঞানচিন্তার কাছে এ প্রশ্নটির উত্তর চেয়ে পাঠিয়েছিলেন বগুড়ার সেউজগাড়ী থেকে মো. রেজা। উত্তর দিয়েছেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম

সাইকেলের চাকার ঘূর্ণনগতির ফলে একটি সেন্ট্রিপিটাল ফোর্স চাকার তল বরাবর কাজ করে। যতক্ষণ সাইকেল ঠিক খাড়াভাবে চলে, ততক্ষণ এর ওপর কোনো আনুভূমিক বল কাজ করে না।

কিন্তু চলমান সাইকেল যদি একটু হেলে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে সেন্ট্রিপিটাল ফোর্সের একটি আনুভূমিক উপাংশ তাকে আবার সোজা অবস্থানে ফিরিয়ে আনে। সাইকেলের গতি কমে গেলে এই বল কাজ করে না। সাইকেল পড়ে যায়।