চাঁদের কালো ছায়া আসলে কী?

চাঁদের বুকে যে কালো ছায়া দেখা যায়, বহু আগে সেগুলোকে ভাবা হতো সমুদ্র। কিন্তু এখন আমরা জানি, সেগুলো হলো কালো ব্যাসাল্টের সমতলভূমি। আজ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি বছর আগে অগ্নুৎপাতের ফলে এই ব্যাসাল্ট স্তরের উৎপত্তি হয়। ব্যাসাল্টের মধ্যে যে লোহার যৌগ আছে, সেটা সূর্যের আলো কম প্রতিফলিত করতে পারে বলেই তাকে তুলনামূলকভাবে অনুজ্জ্বল দেখায় পার্শ্ববর্তী উঁচু অঞ্চলের আগ্নেয় শিলা আনর্থসাইটের তুলনায়। চাঁদের যেদিক পৃথিবীর দিকে মুখ করা, সেদিকেই এই কালো ব্যাসাল্টের ভূমি বেশি দেখা যায়, এর সঠিক কারণটি এখনো পুরোপুরি বোঝা যায়নি।

সাদিয়া ফেরদৌস, সপ্তম শ্রেণি, সিটি মডেল স্কুল, সিলেট