পিঁপড়া কি উড়তে পারে?

প্রশ্ন :

পিঁপড়া কি উড়তে পারে?

আমরা বলি, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। পাখা থাকলে তো উড়তে পারবেই। তবে সব পিঁপড়ার পাখা থাকে না। আমরা যেসব পিঁপড়া উড়তে দেখি, ওগুলো সাধারণত উঁইপোকা। বছরের কোনো এক দিন ওদের পাখা গজায়, সন্ধ্যায় ওরা দল বেঁধে উড়তে থাকে। ঘরের বাতির আলোয় আকৃষ্ট হয়ে ভিড় করে। বাতি নিভিয়ে রাখলে চলে যায়। সাধারণত বংশবিস্তারের সময় ওরা এভাবে ওড়ে।