পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখায়?

ধরা যাক, পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। ঘটনাক্রমে এ সময় আপনি চাঁদে বেড়াতে গেছেন। সেখান থেকে আপনি পৃথিবীকে কেমন দেখবেন? এটা যদিও অনেকটা কল্পিত একটি অবস্থান। কিন্তু এটা তো আমরা ভাবতেই পারি, চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে পৃথিবী কেমন দেখায়?

আমরা তো পৃথিবী থেকে দেখি, চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। পৃথিবীর ছায়া চাঁদকে গ্রাস করছে। আর সেই সময় চাঁদ থেকে পৃথিবীকে একটি অন্ধকার গোলকের মতো দেখা যাবে। সেই গোলকের চারপাশে উজ্জ্বল লাল-কমলা রঙের আভার বিচ্ছুরণ ঘটবে। যেমন ঘটে সূর্যোদয় বা সূর্যাস্তের সময়। ফলে চাঁদ থেকে পৃথিবীকে দেখাবে লালাভ রশ্মিঘেরা একটি কালো থালার মতো। পৃথিবীর বায়ুমণ্ডল সব সময় সূর্যরশ্মি বিক্ষিপ্ত (স্ক্যাটারিং) করে। ফলে নীল রশ্মি বিক্ষিপ্ত হয়ে চাঁদ থেকে শুধু লাল-কমলা রঙের রশ্মি বেশি দেখা যাবে।