পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কীভাবে মাপা হয়?

প্রশ্ন :

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কীভাবে মাপা হয়? সূর্যের কাছে তো মানুষ পৌঁছানো অসম্ভব।

ত্রিকোণমিতি ও জ্যামিতির সূত্র ব্যবহার করে প্রাচীনকালে মানুষ সূর্যের দূরত্ব মেপেছেন। এরাটোস্থেনিস এ কাজ করেছিলেন। ইদানীং রাডার তরঙ্গ ব্যবহার করে মাপা যায়। এ ছাড়া আরও অনেক পদ্ধতি আছে।

আরবার কবির, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম