মহাবিশ্বের কি সীমা আছে?

প্রশ্ন :

আমরা জানি সবকিছুর সীমা থাকে। তাহলে কি মহাবিশ্বেরও সীমা আছে?

আধুনিক জ্যোতির্বিদদের ধারণা, মহাবিশ্বের কোনো সীমা নেই। এটা সব সময় ত্বরণগতিতে সম্প্রসারিত হচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, এই সম্প্রসারণ কোথায় ঘটছে? প্রসারমাণ মহাবিশ্বের বাইরে কি কোনো স্থান আছে, যেখানে সে প্রসারিত হচ্ছে? এসব প্রশ্নের উত্তরে বলা যায়, এই প্রসারমাণ প্রক্রিয়া স্থান–কালের প্রচলিত ধারণায় বোঝা সম্ভব নয়। বিগ ব্যাং থেকে শুরু করে প্রতিনিয়ত মহাশূন্য প্রসারিত হয়ে চলেছে। এর বাইরে এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেননি।

আবরার ফাহিম, বিএন স্কুল ও কলেজ, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম