মহাবিশ্বের বস্তুগুলো দূরে সরে যাচ্ছে কেন?

প্রশ্ন :

বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের বস্তুগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু মহাকর্ষ বলের ফলে বস্তুগুলোর পরস্পরকে আকর্ষণ করার কথা। এ ক্ষেত্রে এদের বিকর্ষণের পেছনে কি পঞ্চম কোনো বল কাজ করে?

মহাবিশ্বে বেশ কয়েকটি বল কাজ করে, যাদের প্রতিটির স্বরূপ আমরা স্পষ্ট জানি না। মহাকর্ষ আকর্ষণধর্মী, বিস্ফোরণের ফলে সবকিছু ছড়িয়ে পড়ে, কিন্তু ডার্ক এনার্জিও বিকর্ষণধর্মী। ডার্ক এনার্জির প্রকৃত স্বরূপ কী তা আমরা এখনো জানি না। সেটা ‘পঞ্চম’ বল হবে কি না, ভবিষ্যতে জানা যাবে। কিন্তু তুমি যে বিকর্ষণের কথা বলছ, সেটা স্বাভাবিক প্রসারণের ফলেই ঘটছে।

রওনাক আহেমদ, ৯ম শ্রেণি, রংপুর জিলা স্কুল, রংপুর