মহাশূন্যে গ্যাস না থাকা সত্ত্বেও মহাকাশযান কীভাবে চলে?

প্রশ্ন :

আমরা জানি, মহাবিশ্বে কোনো গ্যাস নেই, অর্থাৎ অক্সিজেনও নেই। কিন্তু মহাবিশ্বে যখন কোনো মহাকাশযান বা স্যাটেলাইট চলাচল করে, তখন তারা জ্বালানি পুড়িয়ে শক্তি অর্জন করে এবং নিজের স্থান পরিবর্তন করে। যেহেতু মহাশূন্যে কোনো গ্যাস নেই, তাহলে মহাকাশযান কীভাবে চলে?

মহাশূন্যে গ্যাস নেই, এই শূন্যস্থানে মহাকাশযান গতি জড়তার মাধ্যমে চলে। জেট ইঞ্জিনের পেছন দিকে দ্রুতগামী গ্যাস নির্গত হলে যে অভিঘাত সৃষ্টি হয়, সেটা যানটিকে সম্মুখ দিকে চালায়। যেহেতু মহাকাশে অক্সিজেন গ্যাস নেই, সে ক্ষেত্রে দহনের কাজ চালাতে অক্সিজেন গ্যাস আলাদা বহন করতে হবে। এ জন্য মহাকাশ ভ্রমণ খুব ব্যয়বহুল এবং মহাকাশযানের ওজন যতখানি সম্ভব কম হওয়া বাঞ্ছনীয়। তবে প্রচালন বা প্রোপালশনের একাধিক প্রযুক্তি আছে।

মাহমুদুল হাসান, ১০ম শ্রেণি, রংপুর জিলা স্কুল