সময় কি আলোর ওপর কোনো প্রভাব ফেলে?

প্রশ্ন:

প্রশ্ন: ১. শূন্যস্থানে সময় কি আলোর ওপর কোনো প্রভাব ফেলে? সময়ের প্রবহমানতায় আলোর কি পরিবর্তন হয়?

-ইনান মাহমুদ, দশম শ্রেণি, বরিশাল জিলা স্কুল, বরিশাল

আব্দুল কাইয়ুম

ইনাম মাহমুদ, তোমাকে ধন্যবাদ। যে চারটা প্রশ্ন করেছ, তার সব কটিই অন্তত স্নাতক পর্যায়ে পড়াশোনা ছাড়া কারও চিন্তায়ও আসার কথা নয়। আমার মনে হয়, তুমি নিয়মিত বিজ্ঞানচিন্তা পড়ো। তাই আইনস্টাইনের স্থান–কাল (স্পেস–টাইম) সম্পর্কে খুব ভালো ধারণা তুমি পেয়েছ। আশা করি, তুমি নিজে তো বটেই, বন্ধুদেরও নিয়মিত বিজ্ঞানচিন্তা পড়তে বলবে।

তোমার প্রথম প্রশ্নটি বরং একটু উল্টিয়ে বললেই ভালো হয়। শূন্যস্থানে সময় আলোর ওপর প্রভাব ফেলে কি না, এর চেয়ে বরং আমরা প্রশ্নটি করতে পারি, আলোর গতি সময়কে প্রভাবিত করে কি না। দুটি প্রশ্নের বিষয়বস্তু অবশ্য একই। আইনস্টাইনের আপেক্ষিকতাতত্ত্ব বা থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী শূন্যস্থানের মধ্য দিয়ে আলো সব সময় এই গতিতে চলে। সেটা সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বা ১ লাখ ৮৬ হাজার মাইল। এটাই পরম গতি, এর চেয়ে বেশি গতি সম্ভব নয়। কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি গতিতে চলতে থাকে, তাহলে সময় প্রভাবিত হবে। সেই ভীষণ গতিশীল বস্তুর ভেতরে যদি তুমি থাকো, তাহলে তোমার ঘড়ি ধীরে চলবে। একে ‘টাইম ডায়ালেশন’ বলে। তুমি যদি আলোর কাছাকাছি গতিতে মহাশূন্যে কয়েক শ বছর বেয়ে আসো, তাহলে তোমার বয়স তেমন বাড়বে না। ফিরে এসে দেখবে, তোমার বন্ধুরা সবাই বুড়ো থুত্থুড়ে, আর তুমি বেশ তরুণই রয়ে গেছ। কোনো বস্তু যদি আলোর গতিতে চলে, তাহলে তার সময় থেমে যাবে আর ভর বেড়ে অসীম হয়ে যাবে।

প্রশ্ন:

২. সময় কি সব ধরনের প্রভাবমুক্ত (যদি সময়কে চতুর্থ মাত্রা হিসেবে বিবেচনা করি)?

২. বুঝতেই পারছ, সময় সবধরনের প্রভাবমুক্ত নয়, বিভিন্ন গতির প্রসঙ্গ-কাঠামোর সাপেক্ষে সময়ের মান আলাদা আলাদা পাওয়া যায়।

প্রশ্ন:

৩. সময়ের কি কোনো প্রকারভেদ রয়েছে?

৩. সময়ের ঠিক প্রকারভেদ বলতে যা বোঝায়, তেমন কিছুর কথা জানা যায় না। তবে আপেক্ষিক সময় আছে। কিন্তু পরম সময়, যেটা অপরবর্তনশীল, তেমন সময়ের কথা আগে ভাবতেন বিজ্ঞানীরা। এখন আর এটা চলে না।