সৌরজগতের অন্য গ্রহে বাস করা যায় না কেন?

প্রশ্ন :

আমরা পৃথিবীতে বাস করি, কিন্তু আমরা সৌরজগতের অন্য কোনো গ্রহে কেন থাকতে পারি না?

অন্য গ্রহে বাস করার জন্য প্রয়োজনীয় জৈব শর্ত নেই, যেমন পানি তিন (কঠিন, তরল ও বায়বীয়) অবস্থায় থাকতে হবে, একটি বায়ুমণ্ডল, চৌম্বক ক্ষেত্র, সহনীয় তাপমাত্রা ও গ্রিনহাউস ক্রিয়া।

জুঁই কাপালী, স্ট্যান্ডার্ড-৭, সিটি মডেল স্কুল, সিলেট