চলতি বছরের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে আজ ৯ অক্টোবর, বুধবার। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেন থেকে এ পুরস্কার ঘোষণা করবে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। সর্বোচ্চ ১ থেকে ৩ জন ভাগাভাগি করে পেতে পারেন বিশ্বের সবচেয়ে সম্মানিত এ পুরস্কার।
এর আগে, ৭ অক্টোবর, সোমবার চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে পর্দা উঠেছে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের। চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রোআরএনএ (microRNA) আবিষ্কার ও ট্রান্সক্রিপশন-পরবর্তী জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা নিয়ে গবেষণার জন্য তাঁরা এ পুরস্কার পান। বহুকোষী প্রাণীর দেহে কীভাবে জিন নিয়ন্ত্রণ হয়, সে বিষয়ক ধারণার খোলনলচে বদলে দিয়েছে তাঁদের এ গবেষণা।
৮ অক্টোবর, মঙ্গলবার ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফরি ই হিন্টনকে।
চলতি বছরের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে আজ ৯ অক্টোবর, বুধবার। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেন থেকে এ পুরস্কার ঘোষণা করবে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। প্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।
আর আজ ঘোষণা করা হবে রসায়নে নোবেল পুরস্কার। গত বছর কোয়ান্টাম ডট সংশ্লেষণবিষয়ক গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় আলেক্সি ইয়াকিমভ, মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুসকে। বিস্তারিত পড়ুন: ন্যানোর জগতে রঙের আঁচড় দিয়ে রসায়নে নোবেল জয়
প্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। আর যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকার মতো!
বিজ্ঞানে নোবেল নিয়ে প্রতিবছরের মতো এ বছরও বিজ্ঞানচিন্তা অনলাইনে থাকছে বিশেষ আয়োজন। জানতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট (bigganchinta.com) ও ফেসবুক পেজ এবং গ্রুপে।