পর্যায় সারণি সম্পর্কে কতটা জানেন

পর্যায় সারণিতে মৌলগুলো পারমাণবিক ভর আকারে সাজানো থাকে। ১৮৬৯ সালে প্রথম সার্বজনীনভাবে পর্যায় সারণি গৃহীত হয়। এতে রয়েছে মোট ১১৮টি মৌল। প্রকৃতিতে পাওয়া যায় ৯২টি এবং বাকি ২৬টি তৈরি করতে হয় কৃত্রিমভাবে।

নিজের জ্ঞান যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় হলো কোনো পরীক্ষায় অংশ নেওয়া। আপনার জানার পরিধি পরীক্ষার জন্যই বিজ্ঞানচিন্তার এই কুইজ আয়োজন। পর্যায় সারণি সম্পর্কে আপনি কতটুকু জানেন, তা যাচাই করে দেখুন নিজেই।