টিউবের ভেতর আঠা কেন জমে না

শখের কোনো জিনিস ভেঙে গেলে প্রথমেই গ্লু বা আঠার কথা মাথায় আসে আমাদের। ভাঙা জিনিস ঠিক করতে তো বটেই, ক্র্যাফট এবং আসবাব তৈরির কাজেও আঠার বিকল্প নেই। নিমিষে আঠা দুটি জিনিসকে জোড়া লাগিয়ে দেয়। আঠা সাধারণত তরল অবস্থায় থাকে। ব্যবহারের পর এটি জমে শক্ত হয়ে যায়। মজার ব্যাপার হলো, আঠা যে টিউবে রাখা হয়, তার ভেতর কিন্তু জমে না। যদি জমত, তাহলে আঠা বাজারজাত করাই যেত না। কেন হয় এ রকম?

এই বিষয়টি নির্ভর করে আঠার ধরন এবং টিউবের ভেতরের পরিবেশের ওপর। আমরা সাধারণত দুই ধরনের আঠা বেশি ব্যবহার করি। একটি হচ্ছে সুপার গ্লু বা সায়ানোক্রাইলেট। অন্যটি পিভিএ বা পলিভিনাইল অ্যাসিটেট। কাঠ বা কাঠ জাতীয় জিনিস জোড়া লাগাতে পিভিএ আঠা ব্যবহার করা হয়।

এ দুই আঠার কার্যপদ্ধতি দুরকম। সুপার গ্লু ধরনের আঠার প্রধান উপাদান সায়ানোক্রাইলেট নামের যৌগ। এটি জলীয়বাষ্পের উপস্থিতিতে দীর্ঘ ও শক্তিশালী পলিমারিক চেইন তৈরি করে। এ কারণে সুপার গ্লু ব্যবহারের পর সেখানে ফু দিলে দ্রুত জমাট বেঁধে যায়। বাতাসের জলীয় বাষ্প এটাকে জমাট বাঁধতে সাহায্য করে।

পিভিএ আঠার কার্যপদ্ধতি একেবারেই উল্টো। পলিভিনাইল অ্যাসিটেট হচ্ছে হাইড্রোকার্বনের পলিমার অণু। এর রাসায়নিক সংকেত, C4H6O2)n। এই যৌগ থেকে যখন জলীয় বাষ্প বেরিয়ে গেলে এটা জমে যায়। কাঠ বা কাঠ জাতীয় পদার্থে পিভিএ আঠা ব্যবহারের পর এতে থাকা জলীয় বাষ্পের কিছুটা শোষিত হয়, কিছুটা জারিত হয়ে মিশে যায় বায়ুমণ্ডলে।

অর্থাৎ, একধরনের আঠা থেকে পানি আলাদা হয়ে বা শুকিয়ে সেটা জমে যায়। অন্যধরনের আঠা জলীয় বাষ্পের সংস্পর্শে এলে জমে যায়। আঠার টিউবে জলীয় বাষ্প ঢোকা বা বের হওয়ার সুযোগ রাখা হয় না। এ কারণে টিউবের ভেতর আঠা জমে না।

তবে, কোন কারণে টিউবের ভেতরের পরিবেশ পরিবর্তন হলে, টিউবের মধ্যও আঠা জমে যেতে পারে। এই ব্যাপারটা সবচেয়ে বেশি দেখা যায় সুপার গ্লু ধরনের আঠার ক্ষেত্রে।

লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: সায়েন্স ফোকাস