ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে নোবেল ২০২২

গ্রাফিক্সঃ আব্দুল্লাহ আল মাকসুদ

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বের্টোজি, মর্টান মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস। ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদানের জন্য তাঁদেরকে এ পুরস্কার দেওয়া হয়।