একটি পরমাণুর ব্যবচ্ছেদ

সর্বোচ্চ রেজল্যুশনের ইলেকট্রনিক মাইক্রোস্কোপ পরমাণুকে জুম করে আলাদাভাবে দেখাতে পারে।

নিউক্লিয়াস

পারমাণবিক নিউক্লিয়াসে একটি অক্সিজেনের পরমাণুতে ৮টি প্রোটন এবং ৮টি নিউট্রন থাকে।

প্রোটন

এই অতিপারমাণবিক কণার ভর ১ এবং চার্জ +১।

ইলেকট্রন

এই অতিপারমাণবিক কণার ভর প্রায় শূন্য এবং চার্জ -১।

নিউট্রন

এই অতিপারমাণবিক কণার ভর ১ এবং চার্জ ০।

কক্ষপথ

অক্সিজেনের দ্বিস্তরী কক্ষপথে ৮টি ইলেকট্রন থাকে।

বিজোড় ইলেকট্রন

বাইরের কক্ষপথের দুটি বিজোড় ইলেকট্রন। এভাবে অক্সিজেনের পরমাণুগুলো রাসায়নিক বন্ধন তৈরি করে।

পরমাণুর নানা তথ্য

পর্যায় সারণিতে মৌল আছে ১১৮টি
মহাবিশ্বের বেশির ভাগ উপাদান(৭৫%) হাইড্রোজেন দিয়ে তৈরি।
নতুন রাসায়নিক উপাদান তৈরির হার ২ মিনিট ৬ সেকেন্ড।
প্রাকৃতিক মৌলের সংখ্যা ৯০টি।
মানুষের আবিষ্কার বা তৈরি করা রাসায়নিক উপাদানের সংখ্যা ৫ কোটি।
বর্তমানে শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ৭ হাজার ৭০০।