চন্দ্রজয়ী প্রথম নারী - ২

আসছে ২০২৬ সালে আর্টিমিস মিশনে এক নারীকে চাঁদে পাঠাচ্ছে নাসা। সেই নারীর আদলে সম্প্রতি নাসা ‘ফার্স্ট ওম্যান’ নামে একটি একটি কমিকস সিরিজ প্রকাশ করেছে। এ সিরিজের প্রথম কমিকস ‘ড্রিম টু রিয়েলিটি’-এর বাংলা অনুবাদ ‘চন্দ্রজয়ী প্রথম নারী’ প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। কমিকসের প্রধান চরিত্র ক্যালি রদ্রিগেজ চাঁদের মাটিতে পা রাখা প্রথম নারী। ব্র্যাড গান ও স্টিভেন লিস্টের লেখা কমিকসটি অনুবাদ করছেন কাজী আকাশ

(চলবে...)

মূল: ব্রাড গান ও স্টিভেন লিস্ট

ইলাস্ট্রেশন: ব্রেন্ট ডোনোহোর ও কেইটলিন রিড

ভাষান্তর: কাজী আকাশ